Fri, 22 Aug 2025 22:33:16 +0530

কি ভাবে আপনি আপনার ত্বককে সুন্দর ও মসৃন রাখবেন ...? 

Butter Cream For Skin Care


কি ভাবে আপনি আপনার ত্বককে সুন্দর ও মসৃন রাখবেন ...? 

খাওয়ার নয়, গায়ে মাখার মাখন! সাত দিনেই মোমের মতো মসৃণ হবে ত্বক, গুটিকয়েক জিনিসেই বানিয়ে ফেলুন

বাজারে নানা রকম ব্র্যান্ডের ‘বডি বাটার’ পাওয়া যায়। তার দামও বিস্তর। গাঁটের কড়ি খসাতে না চাইলে, বাড়িতেও বানিয়ে নেওয়া যেতে পারে। কী ভাবে বানাবেন রইল রেসিপি।

এ মাখন খায় না, গায়ে মাখে। গালভরা নাম—‘বডি বাটার’। মুখে-হাতে-পায়ে মাখলে মোমের মতো মসৃণ হয় ত্বক। রুক্ষ ত্বকের সমস্যা নিয়ে যাঁরা নাজেহাল, তাঁরা শুধু ক্রিম বা অলিভ অয়েলের বদলে এই মাখন মেখে দেখতে পারেন। এর মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন এ থাকার কারণে ত্বকের যত্নে, বিশেষত শিশুদের ত্বকের যত্নে খুব ভাল কাজ হয়।

বাজারে নানা রকম ব্র্যান্ডের ‘বডি বাটার’ পাওয়া যায়। তাদের দামও বিস্তর। গাঁটের কড়ি খসাতে না চাইলে, বাড়িতেও বানিয়ে নেওয়া যেতে পারে। হেঁশেলের গুটি কয়েক উপকরণ দিয়েই দিব্যি তৈরি হয়ে যাবে। তবে দোকানের মতো ‘বডি বাটার’ চাইলে, তারও রেসিপি কঠিন নয়। রইল সব রকম পদ্ধতি।

নারকেল তেলের বডি বাটার

এক কাপ নারকেল তেলে এক চা-চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এ বার তাতে ৮ ফোঁটা ভিটামিন সি এসেনশিয়াল অয়েল মেশাতে হবে। ভাল করে তেল মিশিয়ে নিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। নারকেল তেল জমে যাবে। এ বার তাতে এত চামচ কর্ণফ্লাওয়ার মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন বা চামচ দিয়ে জোরে জোরে ফেটাতে হবে, যাতে মিশ্রণটি নরম ও ক্রিমের মতো হয়ে যায়। এ বার কাচের জারে সেটি ভরে রেখে দিন। প্রতি দিন স্নানের আগে বা রাতে ভাল করে মালিশ করলে ত্বক নরম হবে, ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর হবে।

দোকানের মতো বডি বাটার

শিয়া বাটার আধ কাপ, কোকো বাটার আধ কাপ, নারকেল তেল আধ কাপ, আমন্ড অয়েল আধ কাপ মিশিয়ে নিতে হবে। এ বার গ্যাসে কম আঁচে তেলের মিশ্রণ গরম করতে নিন। তেল ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এটি ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত। তেল জমে যাবে। এর পর তাতে এক চামচ ভিটামিন ই তেল, ২০-৩০ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজ়মেরি তেল মিশিয়ে নিতে পারেন। তার পর ভাল করে ব্লেন্ড করতে হবে। হাতেও ফেটিয়ে নিতে পারেন। মিশ্রণটি ক্রিমের মতো হয়ে গেলে সেটিকে কাচের জারে ভরে রাখুন।

বডি বাটার নিয়ম করে মাখলে ত্বক নরম তো হবেই, সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও ত্বককে বাঁচানো যাবে। রোদে পোড়া দাগ বা দীর্ঘ দিনের দাগছোপ তুলতে এর জুড়ি মেলা ভার। এই মাখনের ভিটামিন এ ও ভিটামিন ডি ত্বকে পুষ্টি জোগায়। বলিরেখার সমস্যা দূর করে। অ্যান্টি-এজিং ক্রিম হিসেবেও এর তুলনা নেই। এগজ়িমা, স্ট্রেচ মার্ক, মেচেতার দাগও দূর করতে পারে বডি বাটার।

you may also like

  • by SANGITA SAHA
  • 2023-01-02 08:54:12
How to make ur Hair Silky
  • by Sangita
  • 2022-12-03 14:53:52
Home made skin care remedies